নান্দাইলে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে আব্দুল হান্নান (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (০৮ আগস্ট) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, আব্দুল হান্নান নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহতের ছোট ভগ্নিপতি নুরুল ইসলাম জানান, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার সৌদি প্রবাসী স্ত্রী নাহার সেখানে জেলহাজতে রয়েছেন। অপরদিকে, নিহতের পিতা ফজর উদ্দিন একটি মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তিতে বিপর্যস্ত হয়ে মনের দুঃখে আব্দুল হান্নান আত্মহত্যা করেছেন। নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে । Post Views: ৭২ SHARES সারা বাংলা বিষয়: