পটুয়াখালীতে গলাচিপায় সন্ত্রাসী বাহিনী কতৃক হামলা মারধর, ঘর ভাংচুর ও লুটপাট TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০ ???????????????????????? Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন বাজারে চাঁদা দাবি করায় চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসী বাহিনী কতৃক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট-ভাংচ’ড়, মারধর ও হামলায় গুরুত্বর আহত একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ ই আগষ্ট রোজ শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৫ টায় কুতুব উদ্দিন (অপু) তালুকদার এর নেতৃত্বে শাহনেওয়াজ তালুকদার, মনির মাধবর, খবির মাধবর, আমীর ফকির, বাবুল মাধবর ও আলমগীর ঘরামী সহ আরও নাম না জানা ৫ থেকে ৭ জন লোক মিলে মো. ইস্কান্দার হাওলাদার এর ছেলে মো. মতিয়ার রহমান এর ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও তার উত্তোলনকৃত ঘর ভেঙ্গে পাশে অবস্থিত ব্রিজের খালের ভিতরে ফেলে দেয়ার সময় মতিয়ার বাঁধা প্রদান করলে তাকে বেধরক মারধর করে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি ডা. মো. মনিরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে চিকিৎসারত মতিয়ার জানান, তার কাছে চাঁদা দাবি করায় চাঁদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান লুট এবং ঘর ভেঙ্গে ফেলার কারনে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানাকে অবহিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। উক্ত বিষয়ে মুঠোফোনে কুতুব উদ্দিন (অপু) তালুকদারের সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যাবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ডা. মো. মনিরুল ইসলাম বলেন, আহত রোগীর অবস্থা আশংকাজনক যেহেতু তার মাথায় আঘাত রয়েছে তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষনে রেখে চিকিৎসা প্রদান করা হবে। Post Views: ৪৬ SHARES অপরাধ বিষয়: