নাগরপুরে বন্যার পানি কমছে, বাড়ছে দূর্ভোগ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ 18 ViewsMessage preview news From swpon dewan <shahanur5676@gmail.com> on 2020-08-11 19:52 Details Plain text received_222949252345046.jpeg(~1.0 MB) received_313681036544857.jpeg(~57 KB) received_294636965292065.jpeg(~65 KB) নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি কমলেও বেড়েছে সাধারণ মানুষের দূর্ভোগ। দীর্ঘস্থায়ী বন্যায় সাধারণ মানুষের অপূরনীয় ক্ষতি পুষিয়ে উঠতে কর্মচাঞ্চল্যতা বেড়েছে । কৃষকের বীজ তলা ডুবে গেলেও থেমে নেই তারা নব উদ্যেমে নতুন বীজতলা তৈরী করছে । পুকুর ডুবে চাষের মাছ বেড়িয়ে গেছে ও বিভিন্ন ফসল ও শাক সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। উপজেলার ভাড়রা, সহবতপুর,গয়হাটা, সলিমাবাদ, দপ্তিয়র, ভাদ্র, ধুবড়িয়াসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এমন চিত্র। বন্যাকালীন সময়ে ভেঙ্গেছে কাঁচাপাকা রাস্তা, ব্রীজ কালভার্ট ফলে উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পরেছে। রাস্তায় অসংখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে । কিছু কিছু রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পরেছে। কোথাও কোথাও ব্রীজের গাইড লাইন ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল। বন্যা পরবর্তী এ সময়ে দেখা দিয়েছে পানিবাহীত বিভিন্ন রোগব্যাধিও। মানুষের ভীর বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । একদিকে করোনা অপর দিকে বন্যা। সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। সাধারণ মানুষের উপর প্রাকৃতিক এসব দূর্যোগ যেন মরার উপর খাঁড়ার ঘা। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, বন্যাকালীন সময়ে বিভিন্ন কাঁচাপাকা রাস্তা, ব্রীজ ও কালভার্ট ভেঙ্গে পরেছে। সেগুলো উপজেলা নির্বাহী প্রকৌশলী অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ রাস্তা, ব্রীজ-কালভার্টের তালিকা করা হচ্ছে। সেসব তালিকা যাচাই বাছাই পূর্বক খুব দ্রæত মেরামত বা নির্মাণ কাজ শুরু করা হবে। SHARES সারা বাংলা বিষয়: