রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) অধিবেশনে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ বিষয়ে এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাভে ব্যর্থ হলেও গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে বাংলাদেশ ৩৫ ভোটের ব্যবধানে জয়ী হয়।ইউএনএইচআরসির ৪৭ সদস্যের মধ্যে ৩৭ সদস্য বাংলাদেশের পক্ষে দুই সদস্য বিপক্ষে ও আট সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে।বাংলাদেশের বিপক্ষে চীন ও ফিলিপাইন ভোট দিয়েছে এবং ভারত, নেপাল, জাপান, ব্রাজিল, ইউক্রেন, অ্যাঙ্গোলা, ক্যামেরুন ও কঙ্গো ভোট দেয়া থেকে বিরত থাকে।রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও জাপান পাশে আছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হলেও ভোটাভুটিতে তাদের পাশে না পাওয়াকে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Post Views: ১২ SHARES জাতীয় বিষয়: