বাংলাদেশে বিমানে যাত্রায়াত খরচ বৃদ্ধি করা হলো TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares এখন থেকে যারা প্লেনে চড়ে দেশের অভ্যন্তরে ও বিদেশের বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাবদ নতুন ফি পরিশোধ করতে হবে। রোববার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত জুলাইয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ব্যবহারে এ সংক্রান্ত নোটিশ জারি করে। বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপ করা হবে। যাত্রীকে প্লেনের টিকিট কেনার সঙ্গে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে। প্লেনের টিকিটের সঙ্গে ভ্যাট ট্যাক্স বাবদ এই ফি কেটে নেওয়া হবে। ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে এ ফি নির্ধারণ। দেশ হিসেবে টিকিটের মূল্য যেমন ভিন্ন, প্রায় তেমনি এ ফিও। জানা গেছে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যাত্রিদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। আর সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি ৫ ডলার ও নিরাপত্তা ফি ৬ ডলার দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে। Post Views: ৬০ SHARES আন্তর্জাতিক বিষয়: