তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ প্রতিনিধি. সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে বাজার চলাকালীন সময় তাড়াশ বাজারে ভাম্যমাণ আদালত বসিয়ে ২জন দোকানদারকে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার অপরাধে ও ১৫ জনকে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ ও থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে বাজারের চালের দোকানদার আব্দুল মান্নাকে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার অপরাধে ১০ হাজার, ফিরোজ খা, মুদি ও ষ্টেশনারী দোকানদারকে ২হাজার এবং ১৫জনকে মাস্ক না পরার অপরাধে ১শ টাকা করে জরিমানা করা হয়। মহসীন আলী তাড়াশ, সিরাজগঞ্জে Post Views: ৭৪ SHARES আইন আদালত বিষয়: