নান্দাইলে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মোহাম্মদ আমিনুল হক বুুলবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মঙ্গলবার ১৮ আগষ্ট গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ছয়মাস করে কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান পরিচালনা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সূর বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা প্রথমে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রাম থেকে ১৭টি ইয়াবা বড়িসহ আবু সায়িদ মিয়ার পুত্র মাসুম মিয়াকে(৩০) আটক করেন। এরপর গাঁজার পুরিয়াসহ গাংগাইল থেকে আঃ রহিম দফাদারের পুত্র সেলিম মিয়াকে(৪৮)এবং বারুইগ্রাম থেকে সুরুজ আলীর পুত্র জামাল উদ্দিনকে (৪৫)আটক করেন। তিনজনকে আটকের ঘটনাটি তাঁরা নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিনকে জানান। পরে দুটি স্থানে আদালত বসিয়ে তিনি ওই তিনজনকে ছয়মাস করে কারাদন্ড প্রদান করেন। এবং তাদেরকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়ছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো:এরশাদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকব এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনের যথাযথ প্রয়োগ করা হবে। মোহাম্মদ আমিনুল হক নান্দাইল, ময়মনসিংহ Post Views: ৬০ SHARES অপরাধ বিষয়: