তাড়াশে সমাজসেবা অফিসার যোগদান TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ প্রতিনিধি. সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা সমাজসেবা অফিসার যোগদান করায় অফিসের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাজসেবা কার্যালয়ে নতুন সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান ১৬ আগষ্ট রবিবার যোগদান করায় অফিসের সকল স্টাফ এই ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়,যোগদানকৃত কর্মকর্তা পূর্বে শাহজাদপুর উপজেলাতে কর্মরত ছিলেন। তিনি চাকুরী জীবনে প্রথম যোগদান করেন ১ জুলাই ২০০৭ সালে চৌহালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে। এরপর তিনি বিভিন্ন উপজেলাতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে বিদায়কৃত কাজিপুর উপজেলা সমাজসেবা অফিসার আলা উদ্দিন এই উপজেলাতে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। নতুন সমাজসেবা অফিসার যোগদান করায় তিনি দায়িত্ব বুঝে দেন। Post Views: ৭১ SHARES সারা বাংলা বিষয়: