নান্দাইলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মোহাম্মদ আমিনুল হক বুুলবুল, নান্দাইল- ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২০আগষ্ট বিকেলে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার শেরপুর গ্রামের সরকার বাড়ীর আঃ হামিদের পুত্র। এলাকাবাসী জানান,নিহত আবুল কালাম নিজ মৎস্য পুকুরপাড়ে নির্মিত খাবার রাখার ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, এবিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে। Post Views: ৬০ SHARES দুর্ঘটনা বিষয়: