নান্দাইলে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ইউপি সদস্যের বসতঘর TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ 28 Viewsমোহাম্মদ আমিনুল হক বুুলবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে লাইলি আক্তার চায়না নামে এক ইউপি সদস্যের বসতঘর পুড়ে গেছে। ২০ আগষ্ট বৃহষ্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। লাইলি আক্তার চায়না উপজেলার ১ নং বীরবেতাগৈর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ইউনিটের সংরক্ষিত মহিলা আসনের সদস্য। তিনি স্থানীয় লক্ষীপুর গ্রামের মোঃ রোবেল মিয়ার স্ত্রী। রোবেল মিয়া জানান, অগ্নিকাণ্ডে একমাত্র বসতঘর ও চল্লিশ হাজার টাকা পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারনা করছেন। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। SHARES দুর্ঘটনা বিষয়: