নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মোহাম্মদ আমিনুল হক বুুলবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা কাঁচ বোঝাই ট্রাকে অপর একটি গরুবোঝাই ট্রাক ধাক্কা দিয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার তসরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (১৯) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল (৩০)। নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি। Post Views: ১০০ SHARES দুর্ঘটনা বিষয়: