তাড়াশের চলনবিলে পোনা মাছ অবমুক্তকরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ প্রতিনিধি. সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিঘী সগুনা এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ৩৭০.৩৭কেজি পোনা মাছ অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্য¶ মনিরুজামান মনি, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সিনিয়র সহকারী পরিচালক রাজশাহী মোক্তাদির খান, মৎস্য জরিপ কর্মকতা সিরাজগঞ্জ শরিফুল আলম, তাড়াশ থানা অফিচার্জ ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ প্রমুখ। Post Views: ৫৩ SHARES অর্থনৈতিক বিষয়: