শেরপুরের নকলায় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা ! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ 22 Viewsমো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের কর্নার সাথে ফাঁস দিয়ে সুরাইয়া আক্তার (২২) নামে অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার ওই গ্রামের ছোরহাব আলীর মেয়ে ও শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলো। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার শেষ বিকেলে বসত ঘরের নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সুরাইয়া আক্তার বেশ কয়েক মাস যাবত মানসিক ভারসাম্য হীন অবস্থায় ছিলো। তাকে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হচ্ছিলো বলে তারা জানান। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। রোববার (৩০ আগস্ট) মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে ওসি আলমগীর হোসেন শাহ জানান। SHARES অপরাধ বিষয়: