ঈশ্বরগঞ্জে সুজনের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী সমাপ্তি TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ 51 Views ময়মনসিংহ প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক-সুজন ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শোকের মাস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী সমাপ্তি হয়েছে। সোমবার সুজন পৌর কমিটির উদ্যোগে শহরের রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়। বৃক্ষরোপন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী চলাকালীন সময়ে ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ বনজ বৃক্ষের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ রতন ভৌমিক, পৌর কমিটির সভাপতি সাইদুল হাসান, সম্পাদক ফয়সাল আহমেদ বিশাল, সহ-সম্পাদক মিঠুন কুমার সাহা, জাটিয়া ইউনিয়ন সম্পাদক মোশাররফ হোসেন, বড়হিত ইউনিয়ন সম্পাদক শশাংঙ্ক চন্দ্র বিশ্বাস, সুজন সদস্য আনোয়ারুল হক খোকা, জান্নাতুল ফেরদৌস, উবায়দুল্লাহ রুমি, হোসাইন মোহাম্মদ তারেক, মুক্তা কৈরী, রাজীব গৌড়, দিলসাদ আক্তার স্বর্ণা, ফারুক হোসেন, পারভীন আক্তার, রোকসানা আক্তার সীমা প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: