ফেনীর প্রখ্যাত সাংবাদিক “ডঃ ফেরদৌস “আর নেই ! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares এইচ এম আরমান(ফেনী প্রতিনিধি) : ফেনীর কৃতি সন্তান,বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক,বিশিষ্ট রাজনীতিক,মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক,ডাকসুর সাবেক ভিপি,ছাএলীগের সাবেক সভাপতি,প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপির) বর্তমান চেয়ারম্যান, দৈনিক দেশবাংলা পএিকার সম্পাদক জনাব ডঃ ফেরদৌস আহমেদ কোরেশী ৩১ আগস্ট দুপুর ১২ টায় ঢাকায় ওনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।”ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন”। ডঃ ফেরদৌস কোরেশীর আত্নীয় জনাব,আতাউল্লাহ আরিফ জানান, তিনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। ফেনীর জেলার দাগনভূঁইয়া উপজেলার বাসুদেব পুর গ্রামে ওনার পৈতৃক নিবাস। তাঁর মৃত্যুতে সকল আত্নীয় স্বজন সহ অনেক শুভাকাংখী দুঃখ প্রকাশ করেন। এবং মরহুমের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করেন। Post Views: ৪০ SHARES গণমাধ্যম বিষয়: