নান্দাইলে আগুনে পুড়লো গৃহস্থের গোয়াল ঘর ও তিন গরু ! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মোহাম্মদ আমিনুল হক বুুলবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের ইসব আলীর পুত্র হাবিবুর রহমানের গোয়াল ঘরে আগুন লেগে গোয়ালে থাকা তিন গরু পুড়ে গেছে। মঙ্গলবার (১সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হাবিবুর রহমান জানান, গোয়াল ঘরের ধোঁয়া (মশা তাড়ানোর আগুন) হতে আগুনের সূত্রপাত। আগুনে গোয়াল ঘর এবং গোয়ালে থাকা তিনটি গরু পুড়ে যায়। একটি গর্ভবতী গাভী পুড়ে ভস্মীভূত হয়ে যায়।এতে তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। Post Views: ৬৮ SHARES দুর্ঘটনা বিষয়: