পটুয়াখালী হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সরকারের সচিব সামছুর রহমান TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ 231 Viewsপটুয়াখালী প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে করোনা ভাইরাস কোভিড-১৯ রোগীদের স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরনে উন্নতমানের ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তানর করলেন কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায় চলমান ত্রান কার্যক্রম সু-সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান মোঃ সামছুর রহমান। গতকাল ০৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ শংকর দাস সঞ্চালনায় ২৫০ শয্যা হাসপাতালে কোভিড-১৯ রোগীদের স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরনে উন্নতমানের ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তানর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান মোঃ সামছুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলেিগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ফয়জুল বাশার, ২৫০ শয্যা হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে করোনা ভাইরাস কোভিড-১৯ রোগীদের স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরনে সরকারের সচিব বিপিসি’র চেয়ারম্যান পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ সামছুর রহমান তার নিজ অর্থায়নে উন্নতমানের ১০টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুল মতিন এর কাছে হস্তানর করেন। SHARES স্বাস্থ্য বিষয়: