তাড়াশে স্ত্রী’র উপর অভিমান করে যুবকের আত্মহত্যা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী’র উপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাড়াশ পৌর শহরের উত্তরবাধ এলাকার আরিফুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২৬) নামের এক যুবক গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। পারিবারিক সুত্রে জানা যায়, নিহত খায়রুল এক বছর আগে ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামে সাথী খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের মাঝে কলহবিবাদ চলতে থাকে । এক সময় স্ত্রী সাথী খাতুন বাবার বাড়ি চলে যায়। শুক্রবার (৪সেপ্টেম্বর) খায়রুল ইসলাম স্ত্রীকে বাড়ি আনতে গেলে সে আসতে অস্বীকার করে। পরে স্ত্রীর ওপর রাগ করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। ময়না তদান্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে। Post Views: ১১২ SHARES সারা বাংলা বিষয়: