কালকিনিতে পৌর-মেয়র এনায়েত হোসেন শতাধিক পরিবারের পানির চাহিদা পূরণে গভীর নলকূপ প্রদান! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ 427 Viewsমাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পৌর-আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর-মেয়র এনায়েত হোসেন হাওলাদার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী সত্তার সরদারের বাড়ি একটি গভীর নলকূপ স্থাপন করেছেন। গতকাল ৫সেপ্টন্বর শনিবার বিকালে সত্তার সরদারের সভাপতিত্বে তার নিজ বাড়িতে আলোচনার মাধ্যমে শতাধিক পরিবারের পানির চাহিদা পূরনের জন্য গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছেন বলে ঘোষনা দেন মেয়র এনায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন।কাউন্সিলর মোঃ আলাউদ্দিন তালুকদার,সাবেক মেম্বার আঃ খালেক,সাবেক কাউন্সিলর মোঃ রশিদ বিশ্বাস,আওয়ামীলীগ নেতা মোঃ মিন্টু সরদার,পৌর-আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান ইরান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা ইরান সরদার,পৌর-আওয়ামীলীগের প্রচার সম্পাদক মামুন,পৌর-আওয়ামীলীগ নেতা মোঃ বাদল তালুকদারসহ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: