শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন মামলার ১৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। জানা গেছে, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীবরদী থানার পুলিশ এসকল অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। গ্রফতারকৃতদের মধ্যে দীর্ঘদিন পলাতক থাকা জিআর পরোয়ানা ভুক্ত ৮ জন, সিআর পরোয়ানা ভুক্ত ২ জন আসামি ও নিয়মিত মামলার ৮ জন আসামি রয়েছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান উপজেলার অন্যান্য অপরাধীদের গ্রেফতারে এমন অভিযান চলমান থাকবে। Post Views: ৮৭ SHARES অপরাধ বিষয়: