পটুয়াখালী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু,আহত-২ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ 22 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুযাখালীর রাঙ্গাবালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজাত(১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত দশটার দিকে উপজেলা পরিষদের দক্ষিন পার্শ্বের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছে আলমগীর হোসেন(৩৫) ও খালিদ(৪২) নামে আরও দুই জন। নিহত সুজাত উপজেলার তিল্লা গ্রামের নুর মিয়ার ছেলে এবং ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজাত বাহেরচর বাজার থেকে একটি মটোরসাইকেল চালিয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে গন্ডাদুলা এলাকার দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির মটোরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুজাত। আহত হয় অপর মটোরসাইকেলে থাকা আরও দুইজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ। SHARES দুর্ঘটনা বিষয়: