তাড়াশে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোকের ছায়া TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। সোমবার ভোরে উপজেলার ৭ নং মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ভাদাস নিবাসী আবু হাসান মির্জা ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০১৬ সালে সারা দেশের ৩য় বার নির্বাচনে আওয়ামীলীগের দলিয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিলেন। তার কর্ম দক্ষতায় ইউনিয়নের বিভিন্ন মুখি উন্নয়নমূলক কাজ করায় জন প্রিয় হয়ে উঠিয়েছিলেন।মানুষের হৃদয়ে স্থান করেছিলেন বলেই আজ তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ,সাবেক এমপি ম,ম আমজাদ হোসেন মিলন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,নির্বাহী অফিসার মেজবাউল করিম,সহকারী কমিশনার ভুমি ওবায়দুল্লাহ ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক সনজিত কুমার কর্মকার,যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ সকল সাংবাদিক ও আপামর জনসাধারণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমরে জানাযা নামাজস পর নিজ গ্রামের কবরস্থানে সম্পন্ন ভাবে দাফন করা হয়েছে। Post Views: ১০২ SHARES সারা বাংলা বিষয়: