বাউফলে দখল হয়ে যাচ্ছে খালের দু’পাড় TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল পৌর শহর, কালাইয়া,কালিশুরী,বগা ও কনকদিয়া বন্দরে মালামাল পরিবহন কাজে ব্যবহারিত খালগুলোর দুই পাশের সরকারি জায়গা দখল করে প্রভাবশালীরা পাকা বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করায় নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃত্যুপ্রায়। নাব্যতা ফিরিয়ে আনতে কোন প্রকার উদ্যোগ গ্রহন না করায় এসব খাল দিয়ে এখন আর নৌকা কিংবা ট্রলার চলাচল করতে পারছেনা। সরেজমিন ঘুরে দেখা গেছে, বাউফলের তেঁতুলিয়া নদী থেকে বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের প্রবেশ পথ থেকে ধান হাট এবং ধানহাট আরসিসি ব্রিজ থেকে দ¶িন দিকে বেইলী ব্রিজ পর্যন্ত খালের দুই পাশের জায়গা স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছে। দখল করে সে জায়গায় তারা পাকা বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করেছে। ইউনিয়ন ভূমি অফিসের এক শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে এসব খালের দু’পাড় দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। বাউফল পৌর শহর, কালিশুরী, কাশিপুর,নওমালা,বগা ও কনকদিয়া বন্দরের খালগুলোর দু’পাশের জায়গাও একই ভাবে দখল করে নেয়া হয়েছে। খালের পাড়ের জায়গাগুলো দখল করে নেয়ার পানি প্রবাহে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে খালগুলো এখন মৃত্যুমুখে পতিত হচ্ছে এবং নাব্যতা না থাকায় নৌকা কিংবা ট্রলারও চলাচল করতে পারছেনা। বিষয়টি বাউফলের সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালির দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন,‘ সরকারি খাল দখল করার কোন সুযোগ নেই। অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে। Post Views: ৩০ SHARES অপরাধ বিষয়: