তাড়াশে নিরাপত্তায় আনসার সদস্য TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ. সিরাজগঞ্জের তাড়াশে নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইয়াসমিন আরা। জানা গেছে সারা দেশের ন্যায় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে ও তার নিরাপত্তার জন্য চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইয়াসমিন আরা বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। সেই প্রেক্ষাপটেই অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এবং নির্বাহী অফিসারের নিরাপত্তার স্বার্থে তাড়াশ উপজেলায় ৪জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা দায়িত্ব পালন শুরু করছেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ডিউটি অব্যাহত থাকবে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, ৪ ‘সেপ্টেম্বর’ শুক্রবার থেকে আনসার সদস্যরা আমার বাসভবনে ও আমার নিরাপত্তার জন্য ডিউটি করছেন। Post Views: ৪২ SHARES আইন আদালত বিষয়: