নান্দাইলে বজ্রপাতে যুবকের মৃত্যু! TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ 26 Viewsমোহাম্মদ আমিনুল হক বুুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে আজহারুল ইসলাম (১৫ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আজহারুল সিংরইল ইউনিয়নের তেলিয়া গ্রামের লোকমান হোসেনের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ীর পাশে ফিসারিতে মাছ ধরতে যান আজহারুল । মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। SHARES দুর্ঘটনা বিষয়: