নেত্রকোনায় নিহত সুনামগঞ্জে’র ৯জনকে প্রধানমন্ত্রীর সহায়তা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares সুনামগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনাার কমলাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলার দুর্ঘটনায় সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যেনগর থানার নিহত ৯জনের পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ নিহতদের স্বজনদের কাছে এ সহায়তার টাকা হস্তান্তর করেন। নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে ২০ হাজার টাকা নগদ সহায়তা দেয়ার জন্য তাৎক্ষণিক ভাবে উদ্যেগ নেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ট্রলার দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২ জন ও মধ্যনগর থানার ৭ জন মারা গেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে আমি ঘটনাস্থলে পৌছেছি। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে নগদ ২০হাজার টাক করো দেয়া হচ্ছে। ইতিমধ্যে চার পরিবারকে সহায়তা টাকা হাতে তুলে দিয়েছি। অন্য পরিবার গুলোকেও আজকের মধ্যেই নগদ সহায়তার টাকা তুলে দিবও। Post Views: ৫৫ SHARES দুর্ঘটনা বিষয়: