সেই মসজিদের সামনে অঝোরে কেঁদে ক্ষমা চাইলেন আয়োজকরা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সেই মসজিদের সামনে গিয়ে অঝোরে কেঁদে ক্ষমা চেয়েছেন আয়োজকরা। এ সময় ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাষ্টার, এনায়েত করিম পীর সাহেব, মফিজ উদ্দিন মাষ্টার, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ, রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আব্দুল মালেক ওরফে শুকুর মিলিটারি প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা মসজিদটি সংস্কারে সহযোগিতারও আশ্বাস দেন। জানা যায়, গত শনিবার উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতি চিত্রনায়িকা মুনমুনকে পলাশতলীতে নৌকা ভ্রমনে নিয়ে আসে। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, ‘এ ঘটনায় আমরা অনুতপ্ত। আমরাও মুসলমানের সন্তান। ওখানে মসজিদ ঘর আছে বিষয়টি জানা থাকলে এরকম হতোনা। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আর যেন মানুষ ওই মসজিদটি চিনতে আমাদের মতো ভুল না করে সে জন্য ইজারাদারদের সঙ্গে যোগাযোগ করে মসজিদটি সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও তারা জানান। উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, ‘আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা করেছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করেছেন।’ Post Views: ৩৭ SHARES সারা বাংলা বিষয়: