সাংবাদিক হত্যা-নির্যাতনের বিরুদ্ধে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাসকে কুপিয়ে হত্যা এবং নিউজ ২৪ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বাংলাদেশ প্রতিদিন এর সাংবাদিক সৈয়দ নোমানের উপর হামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম আজফার বাবুলের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ অনেকে বক্তব্য রাখেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এসময় সময় শেরপুর জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা জানান, শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। Post Views: ৮০ SHARES মানববন্ধন বিষয়: