তাড়াশে ভিজিডি’র চাল বিতরণ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মহসীন আলী,তাড়াশ প্রতিনিধি. সিরাজগঞ্জের তাড়াশে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নে বসবাসরত ভিজিডি কার্ডধারী ৩৪৫ জন হতদরিদ্র পরিবারকে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল, ট্র্যাগ অফিসার উপজেলা সহকারী শি¶া অফিসার মাহমুদুল হাসান,ইউপি সচিব শরিফুল ইসলামসহ সকল ইউপি সদস্য বৃন্দ। Post Views: ৩৭ SHARES সারা বাংলা বিষয়: