অগ্নিকান্ড নিবারণে নান্দাইলে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ Facebook 0 Twitter 0 LinkedIn WhatsApp 0Shares মোহাম্মদ আমিনুল হক বুুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : অগ্নিকান্ড নিবারণে জনগনের মাঝে গণসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশলের উপর ময়মনসিংহের নান্দাইলে চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে নান্দাইল ফায়ার সার্ভিসের এক মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় নান্দাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে কিভাবে বিভিন্ন প্রকার অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়া যায় তার উপর এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বৈদ্যূতিক আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,তেলের ড্রামে সংঘটিত আগুনসহ বিভিন্ন জায়গাতে আগুন নেভানোর উপায় ও ভূমিকম্পের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার বিভিন্ন কৌশলের উপর এই মহড়া প্রদর্শণ করা হয়। এতে ফায়ার সার্ভিসের আটজন সদস্য অংশগ্রহণ করেন। এসময় চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন সহ পরিষদের সদস্য ও স্হানীয় জনগন উপস্হিত ছিলেন। Post Views: ৮২ SHARES সারা বাংলা বিষয়: