নান্দাইলে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ 14 Viewsমোহাম্মদ আমিনুল হক বুুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামারুল্লা গ্রামের আরশ আলী মির্জার পুত্র জাহাঙ্গীর মিয়ার পুকুরে রোববার ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে কেবা কারা বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী জাহাঙ্গীর মিয়া জানান। এব্যাপারে নান্দাইল মডেল থানায় জাহাঙ্গীর মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন বলে নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে। SHARES অপরাধ বিষয়: