পটুয়াখালীতে ২৯টি জীবন্ত কচ্ছপসহ অবৈধ ব্যবসায়ী আটক TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ 12 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ২৯টি জীবন্ত কচ্ছপসহ সুকলাল বিশ্বাস (৪০) নামের এক অবৈধ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-০৮। গতকাল রাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সেভেন স্টার পরিবহন থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। পরে আজ সকালে ওই ব্যবসায়ীসহ কচ্ছপগুলোকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বন্য সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। আটকৃত সুকলাল কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের মৃত শৈলেন বিশ্বাসের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুকলালকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সাথে জড়িত ছিলো। SHARES অপরাধ বিষয়: