সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন-ইকবাল আল আজাদ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০ 42 Views সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ ছেলে ইকবাল আল আজাদ। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইকবাল আল আজাদকে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। মনোনয়ন পাওয়া ইকবাল আল আজাদ বর্তমানে জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গেল চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ মারা যাওয়ায় ওই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। SHARES রাজনীতি বিষয়: