সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে প্রেস ব্রিফিং TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ 20 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এক প্রেস ব্রিফিং সুনামগঞ্জ সদর হাসপাতাল কনফারেন্সে রুমে অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা শামস উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু । সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় আরো আলোচনা করেন সুনামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কুলেনদু শেখর,মিজানুর রহমান, শহীদ নুর আহমেদ, হিমাদ্রি শেখর ভদ্র, প্রমুখ। সিভিল সার্জন ডা শামস উদ্দিন জানান ৪ অক্টোবর থেকে ১৭অক্টোবর পর্যন্ত এ কার্য ক্রম চলবে। প্রতিটি উপজেলায় সকল কর্মকর্তা কর্মচারী গণ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন সে জন্য মোবাইল টিম ও জরুরি বিভাগে মেডিকেল টিম থাকবে। মনিটরিং এর জন্য কনটরোলরুম চালু থাকবে। SHARES স্বাস্থ্য বিষয়: