সুনামগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসুচির উদ্ভোধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০ 16 Viewsসুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর শুরু হয়েছে। রোববার সকাল ৯ টায় মাইজবাড়ী কমিউনিটি ক্লিনিক থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসুচির উদ্ভোধন করেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। জেলায় ভিটামিন এ” পাস ক্যাপসুল খাওয়ানোর এই কার্যক্রম বাস্তবায়নে ২১৭৯টি টিকা কেন্দ্রে কাজ করবেন সরকারি বেসরকারী প্রশিক্ষিত ৫ হাজার ৫৫১ জন স্বাস্থ্যকর্মী। এটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত । যেন একটি শিশুও বাদ না পরে সেই জন্য জেলার দুর্গম এলাকার বাদপড়া শিশুদের অনুসন্ধান করে পরবর্তী (চার) ৪ দিন ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় ৩ লক্ষ ৯৪ হাজার ৩৩৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্যাম্পেইন চলাকালে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯৩ শিশুকে ১ লক্ষ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫০ হাজার ৩৬২ শিশুকে ২ লক্ষ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল খাওনোর হচ্ছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন বলেন, জেলায় ভিটামিন এ” পাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে। একটি শিশু যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে এবং সরকারের এই কার্যক্রমকে সফল করতে সকল জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন। SHARES স্বাস্থ্য বিষয়: