বাউফলে রাতের আধারে প্রতিমা ভাংচুর TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ 47 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে একটি মন্ডপের প্রতিমা ভাংচুর করেছে দুর্বত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে হরলাল হাওলাদার বাড়ির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে এ ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তরা এসময় অন্যান্য প্রতিমাসহ প্রতিমার বাহনও ভাংচুর করে। ঘটনা শুনে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পূজা মন্ডপ কমিটির সভাপতি ননী গোপল দাস বলেন, উপজেলার মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির লোকজন সোমবার ভোরে ঘুম থেকে উঠে মন্ডপের দূর্গা প্রতিমাসহ লক্ষন,স্বরসতী, গনেশ, কার্তিকসহ তাদের বাহন ময়ুর, পেঁচা, ইদুর, বাঘ ও হাঁস ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দূর্গা প্রতিমার হাতের কিছু অংশ ভাঙা, অপর প্রতিমা গুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বত্তরা। স্থানীয়দের ধারনা দূর্গা প্রতিমা অন্যান্য প্রতিমার চেয়ে উচুঁ হওয়ায় দুর্বৃত্তরা দুর্গা ভাঙতে পারেনি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মন্ডপের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ বিষয়: