কাউন্সিলর হতে চায় মুক্তিযোদ্ধার সন্তান এম. এ. কাউয়ুম মুন্সি TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ 62 Viewsবি.এম হানিফ,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড একটি ভিআইপি ওয়ার্ড। এ ওয়ার্ডে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলে সঠিক ভাবে সাধারণ সেবা পাচ্ছে না এ এলাকার মানুষেরা। পৌরসভার ৯নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বীর-মুক্তিযোদ্ধা মুন্সি আবদুর জব্বাবের সন্তান এম. এ. কাইয়ুম এলাকার লোকজনের মধ্যে সাধারণ সেবা নিশ্চিত করতে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে কাউন্সিলর হতে আগ্রহী এমটাই জানিয়ে সাংবাদিকদেরকে। SHARES নির্বাচনের মাঠ বিষয়: