জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ 39 Viewsমহসীন আলী: সিরাজগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভার আমলাপাড়া পিডব্লিউডি হলরুমে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র আয়োজনে ও সংস্থার সমš^য়কারী মহসীন আলীর উপস্থাপনায় এবং ব্র্যাক বাস্তবায়নে স্ট্রেনদেনিং এনগেজ মেন এ্যান্ড বয়েজ নেটওয়ার্ক ফর রিডুচিং ভায়োলেন্স এগিনেস্ট ওমেন এ্যান্ড চিলড্রেন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র নির্বাহী পরিচালক করিম বকস’র সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিম রেজা নুর,হাসনা হেনা ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,তথ্য সেবা কর্মকর্তা নাহিদ সুলতানা, জেন্ডার এ্যান্ড জাস্টিস প্রকল্পের রাজশাহী বিভাগীয় ম্যানেজার রায়হানুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও সিরাজগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, পিডব্লিউডি নির্বাহী পরিচালক হোসনেয়ারা জলিসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি । এ অনুষ্ঠানে প্রায় ১শ জন যুবক ছেলে মেয়ে অংশগ্রহন করে।আলোচনা সভা শুরুর আগে ভিডিও প্রদর্শন করা হয় পরে অথিতিগন বক্তব্য পেশ করেন। SHARES সারা বাংলা বিষয়: