জগন্নাথপুর পৌরসভা উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ 69 Views সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতিকে মো.মিজানুর রহমান ভূইয়া ৬ হাজার ১শ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার (১০অক্টোবর) সন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন। এ দিকে মিজানুর রহমান ভূইয়ার নিকটতম প্রতিদ্ধন্দি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সেলিম জগ প্রতিকে পেয়েছেন ৩হাজার ৬শ ৩৭ ভোট। বিএপির প্রার্থী মো.রাজু আহমেদ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১হাজার ৩শ ৩৪ ভোট। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান মোবাইল ফোন প্রতিকে ১হাজার ১৬ ভোট পেয়েছেন। এ দিকে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিকেলে নির্বাচন বর্জন করেন ধানেরশীষের প্রার্থী মো.রাজু আহমেদ ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন সেলিম। পরে তারা জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: