বিশ্বম্বপুর সুলকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচিত তপন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ 62 Views সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নূরে আলম সিদ্দিকী তপন নৌক প্রতিকে ৪হাজার ৯শ১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধায় সুলকাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মঞ্জুরুল হক এ ফলাফল ঘোষণা করেন। এ ছাড়াও নূরে আলম সিদ্দিকী তপনের নিকটতম প্রতিদ্ধন্দি স্বতন্ত্র প্রার্থী রমজান আলী ঘোড়া প্রতিকে ৩হাজার ৫শ ২৭ ভোট পেয়েছেন। অপর প্রার্থী মোহন মিয়া বাচ্ছু মটরসাইকেল প্রতিকে ৩হাজার ৫শ ও তোফায়েল আহমদ লিটন আনারস প্রতিকে পেয়েছেন ৩হাজার ৫শ ভোট। SHARES নির্বাচনের মাঠ বিষয়: