নান্দাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ 50 Viewsনান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ এক অভিযাণ পরিচালা করে একজন জিআর পলাতক মামালার আসামি, দুইজন ইয়াবা ব্যবসায়ী ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা করেছে। শনিবার ১০ অক্টোবর দিবাগত রাতে এসআই মোঃ ফজিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর মামলার পলাতক আসামি গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের লিটন মিয়া, পংকরহাটি গ্রামের ইয়াবা ব্যাবসায়ী (স্বামী-স্ত্রী) শাহানা ও মামুন এবং নাথপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী জয়নাল মিয়াকে গ্রেপ্তার করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। তিনি জানান, অপরাধীদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ বিষয়: