ফুলবাড়ীয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ৩ TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯ 517 Viewsময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের গরুর হাটে মহিষের আক্রমণে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামছুল হক (৭০)। সে উপজেলার উত্তর জোরবাড়ীয়া গ্রামের মৃত অহেদ আলী মন্ডলের পুত্র। আহতরা হলেন, জুলহাস (৫০), মুকুল (৪২) সানোয়ার হোসেন (৬৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা সদরে মহিষ আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, উপজেলা সদরের গরুর হাটে শফিক ও চানু নামের দুই কসাই একটি বড় আকৃতির মহিষ জবাইয়ের আগে নিয়ে গেলে মহিষটি এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। এ সময় মহিষের আক্রমণে শামছুল হক নিহত হন এবং ৩ জন আহত হন। এছাড়াও মহিষের গুঁতায় একটি অটোরিকশার সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। মহিষটি ধরতে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে বলে জানান ফুলবাড়ীয়া থানার অফিসার (ওসি) ইনচার্জ ফিরোজ তালুকদার। SHARES সারাদেশ বিষয়: