স্পিড বোট দূর্ঘটনায় মৃত ইমরানের দাফন সম্পন্ন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ 26 Viewsপটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ বাউফল উপজেলার ইমরান হোসেন (৩৪) এর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ইমরানসহ নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। মৃত ইমরান হোসেন উপজেলার কনকদিয়া ইউপির জয়ঘোড়া গ্রাম নিবাসী মোঃ শাহআলম হাওলাদারের একমাত্র ছেলে। ইমরানের ১৩ দিন বয়সী এক পূত্র সন্তান রয়েছে। শনিবার দুপুরে ইমরানের লাশ তার নিজ বাড়িতে এসে পৌছালে মা,বাবা,একমাত্র বোন ও স্ত্রীর কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শনিবার বিকাল সাড়ে ৩ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ১৮জন যাত্রী নিয়ে কোড়ালিয়া লঞ্চঘাট থেকে পানপট্টি যাবার পথে আগুনমুখা নদীতে স্পিড বোটেরতলা ফেটে ডুবে যায়। এসময় ১৩ জন সাঁতরে কিনারায় যেতে পারলেও ৫ জন নিখোঁজ ছিলো। SHARES দুর্ঘটনা বিষয়: