কালকিনিতে ইউপি চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীর মানববন্ধন TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০ 56 Viewsবি.এম.হানিফ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এলাকার ইউপি চেয়ারম্যান কাজী সবুজের বিরুদ্ধে মাদকাসক্ত, স্বেচ্ছাচারী, নৈরাজ্য সৃষ্টি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডাসার ইউনিয়নের সাধারন জনগণ। আজ(বৃহস্পতিবার) সকালে দর্শনা বাজারে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ইউপি চেয়ারম্যানের নানা অপকর্মের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন দর্শনা বাজার কমিটির সভাপতি গৌরাঙ্গ দে, নারায়ন দত্ত, শিক্ষক অরুন কর, স্বপন দত্ত, মানিক বোষ, বিপুল বিশ্বাস, শিশির সোম সহ স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় জনতা। SHARES মানববন্ধন বিষয়: