নকলায় ফ্রান্সের প্রেসিডেন্টের বিরোদ্ধে মানববন্ধব ও প্রতিবাদ সভা করেছে আহলে হাদিস TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ 56 Viewsমো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ফ্রান্সের স্থানীয় ম্যাগাজিনে মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতীকি ছবিতে জুতা পড়িয়ে তার প্রতীকি ছবিতে জুতা পেটা করাসহ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। ৩১ অক্টোবর শনিবার উপজেলা উলামা ঐক্য পরিষেদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস নকলা ও জমঈয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ নকলা শাখার যৌথ আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কে উপজেলার ঝুমুর সিনেমা হল চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন আহলে হাদিস মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও আহলে হাদিস অনুসারীদের দ্বারা পরিচালিত বিভিন্ন মাদ্ররাসার শিক্ষক-শিক্ষার্থী ও অগণিত মুসলিম জনতা উপস্থিত ছিলেন। পরে আহলে হাদিসের অনুসারী বিক্ষুব্ধ মুসলিমরা ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতীকি ছবির গলায় জুতা পড়িয়ে জুতা পেটা করা হয়। SHARES ধর্ম বিষয়: