বিয়ের অনুষ্ঠান শেষে বাড়িতে যাওয়ার সময় অটোরিকশা, মটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত TheNewStar24.com TheNewStar24.com প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০ 66 Views আল হাবিব, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নোওয়াগাঁও ব্রীজের উপর অটোরিকশার সাথে মটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম ছুরত আলি (৬৫) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০৮ নভেম্বর) বিকালে ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় ঘাগটিয়া গ্রামের ছুরত আলি বিয়ের অনুষ্ঠান শেষে অটোরিকশা করে বাড়িতে যাওয়ার সময় নোওয়াগাঁও ব্রীজের উপর মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছুরত আলী (৬৫) মারা যান। মটর সাইকেলের চালক রুপাবালী গ্রামের বোরহান উদ্দিন (৪৫) গুরত্বর আহত হয়ে জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জামালগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি, এখন পর্যন্ত নিহতের কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। SHARES দুর্ঘটনা বিষয়: